শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০১:৩৭ পূর্বাহ্ন

খোলা আকাশের নিচে ভর্তি পরীক্ষা, বশেমুরবিপ্রবি সাংবাদিক সমিতির সেক্রেটারির স্ট্যাটাস ভাইরাল

  • আপডেট টাইম শনিবার, ২ নভেম্বর, ২০১৯, ৮.৪৬ এএম

বশেমুরবিপ্রবি টুডেঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা খোলা আকাশের নিচে, গ্যারেজ, এবং রাস্তায় চেয়ার-টেবিল বসিয়ে ভর্তিচ্ছুদের পরীক্ষা নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির (বশেমুরবিপ্রবিসাস) সাধারণ সম্পাদক এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ টাইমলাইনে একটি স্ট্যাটাস দেন। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে।

দ্য ক্যাম্পাস টুডের পাঠকদের উদ্দেশ্যে হুবহু তুলে ধরা হলোঃ-



এটা কি একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেয়ার জায়গা?



৯০০ টাকা দিয়ে একজন পরীক্ষার্থী ফর্ম নিয়েছে খোলা আকাশের নিচে রাস্তার উপর বসে পরীক্ষা দেয়ার জন্য?

ভর্তি পরীক্ষায় কতটা মানসিক চাপ থাকে সেটা সবাই জানে। তার উপর আপনার পাশ দিয়ে যখন বহু মানুষ হেটে যাবে এবং তাকাবে। একজন পরীক্ষার্থী হিসেবে ও একজন মেয়ে হিসেবে সেটা কতটা বিব্রতকর তা বলে বোঝাতে হবে না।

আপনারা জায়গা দিতে পারবেন না তাহলে কেন ৯০০ টাকা ফি নিলেন? ৫০ টাকা ফি নিতেন? আর বসার ধারন ক্ষমতা ৫০ জন হলে কেন আপনি ৫১ জন নিবেন? সেই ১ জনের অপরাধটা কি যে তাকে এখানে বসতে হলো?

স্থান কম, এর কোনো বিকল্প ব্যবস্থা কি করা যেত না? রাস্তায় বসানোই একমাত্র সমাধান?
এর দায় কোনো ভাবেই বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়িয়ে যেতে পারে না।

(সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত একজন শিক্ষার্থী হিসেবে)।



দ্য ক্যাম্পাস টুডে। 





আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯





আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯



বিজ্ঞাপন




আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯





আপনার প্রতিষ্ঠান/সংগঠনের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন: ০১৭৪৪৫২৭৯৯৯

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today