গণস্বাস্থ্যের শোক দিবস পালন

গণস্বাস্থ্যের শোক দিবস পালন

সুপর্না রহমান, গবি প্রতিনিধি


১৫ আগস্ট বাঙালীর শোকের দিন। স্বাধীনতা সংগ্রামের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। যথাযথ ভাবগাম্ভীর্য্য ও নানা আয়োজনের মধ্য দিয়ে সাভারের গণস্বাস্থ্য মেডিক্যাল হাসপাতালে শোক দিবস পালন করা হয়েছে।

জাতীয় শোক দিবসে সকালে শোক র‍্যালীর আয়োজন করা হয়। এ র‍্যালী মেডিক্যালের মূল ফটক থেকে শুরু হয়ে মুজিব চত্বরে গিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।

এসময় গণস্বাস্থ্য কেন্দ্রের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. মনজুর কাদির আহমেদ এর নেতৃত্বে উপস্থিত ছিলেন সিনিয়র পরিচালক (স্বাস্থ্য) ডা. রেজাউল হক, গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মিজানুর রহমান, সহকারী পরিচালক ডা. মাহজাবীন চৌধুরী, গণ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মীর মুর্ত্তজা আলী বাবু, গণস্বাস্থ্য কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি শেখ মোহাম্মাদ কবীর প্রমুখ।

সংশ্লিষ্টরা জানান, এ শোক দিবসে গণস্বাস্থ্য কেন্দ্র ১৫ ও ১৬ আগস্ট দুইদিন ব্যাপী কর্মসূচির আয়োজন করেছে। প্রথম দিনে শোক র‍্যালী ও মুজিব চত্বরে পুষ্পস্তবক অর্পণ করেছি। দ্বিতীয় দিনে কোরআনখানি ও মিলাদ মাহফিল করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *