গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বকেয়া ৪ কোটি

গণ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বকেয়া ৪ কোটি

সুপর্না রহমান
গবি প্রতিনিধি


বকেয়া পরিশোধ না করলে অক্টোবর-২০২০ সেশনের ফল স্থগিত সহ নয়া সেমিস্টারের অনলাইন ক্লাসে অংশগ্রহণ এবং উপস্থিতি পাবেনা সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) শিক্ষার্থীরা।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার ড. এস তাসাদ্দেক আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। সিদ্ধান্ত বাস্তবায়নে কর্তৃপক্ষের নির্দেশক্রমে সকল ডীন ও বিভাগীয় প্রধানগণকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি বলেন, আগামী ৭ সেপ্টেম্বরের মধ্যে বকেয়া পরিশোধ করতে হবে। বকেয়া পরিশোধ ছাড়া অক্টোবর ২০২০ ফল ও অনলাইন ক্লাসের উপস্থিতি পাবে না শিক্ষার্থীরা।

ভুক্তভোগীরা বলেন, করোনাকালীন সময়ে এ ধরণের সিদ্ধান্ত অমানবিক। পরিস্থিতি বিবেচনায় এমন সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছি।

গণ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মো. নজরুল ইসলাম রলিফ বলেন, ‘এটি বিশ্ববিদ্যালয়ের খামখেয়ালিপূর্ণ ও অযাচিত সিদ্ধান্ত। বর্তমান পরিস্থিতি সবারই জানা। শিক্ষার্থীরা তো কেউ বকেয়া পরিশোধ না করে চলে যাবে না। এমন সিদ্ধান্ত আমরা মেনে নিব না। ছাত্র সংসদ আগামীকাল এ বিষয়ে প্রশাসনের সাথে কথা বলবে।’

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) ডা: লায়লা পারভীন বলেন, ‘বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ শিক্ষার্থীদের টাকায় চলে। হিসাব অনুযায়ী, তাদের থেকে ৪ কোটি টাকার উপরে বকেয়া আছে। এটা পরিশোধ না করলে তো আমরা বেতন দেয়া, প্রোগ্রামগুলো ম্যানেজ করা বা সংশ্লিষ্ট কাজগুলো করতে পারবো না।’

বর্তমান করোনা পরিস্থিতির বিষয়ে ইঙ্গিত করা হলে তিনি বলেন, ‘এটা আমরা বুঝি। যাদের সমস্যা আছে, তারা কি প্রশাসনের সাথে যোগাযোগ করেছে? আমি তো কোনো অভিযোগ পাইনি। আর যে ৪ কোটি টাকা বকেয়া, সেটা তো শুধু করোনার ৬ মাসে হয়নি। পূর্ব থেকেই অনেক বকেয়া আছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *