গবেষণা কর, সৃষ্টিশীল হও, বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল কর: কুবি ভিসি

গবেষণা কর, সৃষ্টিশীল হও, বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল কর: কুবি ভিসি

কুবি টুডে


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষার্থী বহরে যুক্ত হলো নতুন তিন বাস। উপাচার্যের উচ্ছ্বাস। বললেন, সবার সহযোগীতা পেলে উন্নয়ন আরো ত্বরান্বিত হবে। আমার মূল কাজই শিক্ষার্থীদের যা চাহিদা সেটি পূরণ করা। আমি শিক্ষার্থীদের জন্যই কাজ করছি। যা যা কথা দিয়েছি, সব আসবে, সব উন্নয়ন হবে। বিনিময়ে শিক্ষার্থীদের কাছে একটাই চাওয়া, তোমরা লেখাপড়া ভালোভাবে কর, গবেষণা কর, সৃষ্টিশীল হও, ভাল রেজাল্ট কর। বিশ্ববিদ্যালয়ের নাম উজ্জ্বল কর।’

আজ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বহরে নতুন তিনটি নীল রংয়ের নিজস্ব বাস যুক্ত হওয়া প্রসঙ্গে কুবি উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরী এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘আমি যোগদানের পর থেকেই দেখে আসছি বাস সংকট একটি বড় সমস্যা ছাত্রছাত্রীদের। তাই আমার কাছে বাস সংকট দূর করা বিশেষ গুরুত্বপূর্ণ ছিল। আলাদা বাজেট পাচ্ছিলাম না। যে কারণে যখন আমাদের অধিকতর প্রকল্প পরিকল্পনা তৈরি করা হয় তখনই শিক্ষার্থীদের বাস, মাইক্রোবাস, এম্বুলেন্স, মোটরবাইক, বিশ্ববিদ্যালয়ের মূল গেইট এগুলো প্রকল্পে রাখতে বলি। আস্তে আস্তে এখন প্রকল্পের অর্থায়নে সব আসা শুরু হয়েছে।’

বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামালের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপাচার্য বলেন, ‘মন্ত্রী মহোদয় নিজ হাতে আমাদের এই প্রকল্প অনুমোদনের ব্যবস্থা করেছেন। তারঁ দিকনির্দেশনায় এতকিছু হচ্ছে। বিশ্ববিদ্যালয় যখন ২০০ একর হবে তখন পুরো চেহারাই পাল্টে যাবে।’

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৬৫৫.৫০ কোটি টাকার অধিকতর উন্নয়ন প্রকল্পের অধীনে শিক্ষার্থীদের জন্য ৫ টি বাস এর মাঝে ৩ টি যুক্ত হলো বহরে। প্রতিটি ৩৬ লক্ষ টাকা করে টাটা ইঞ্জিনের ৫২ সিটের তিনটি বাস কেনা হয়েছে মোট ১ কোটি ৮ লক্ষ টাকায়।

কুবি পরিবহন পুলের কর্মকর্তা জাহিদুল আলম জানান, ‘নতুন এই তিনটি বাস শিক্ষার্থী বহরে যুক্ত হওয়ায় শিক্ষার্থী পরিবহনে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাস এখন ৮ টি। এছাড়াও এর বাইরে বিআরটিসি থেকে ভাড়া নেওয়া ১২ টি বাস চলমান আছে।’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *