গভীর রাতে ঘুম থেকে ডেকে তুলে শীতার্তদের কম্বল দিলেন ইউএনও!

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
ঘুম থেকে ডেকে তুলে শীতার্তদের কম্বল দিলেন ইউএনও

সারাদেশ টুডে- টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. নাসরীন পারভীন
গভীর রাতে উপজেলার প্রত্যন্ত এলাকা ঘুরে ঘুরে অসহায় শীতার্তদের ঘুম থেকে ডেকে তুলে নিজ হাতে কম্বল বিতরণ করলেন।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের কুকাদাইর, খানুরবাড়ি, চিতুলিয়াপাড়া, গোবিন্দাসী গ্রামের শতাধিক মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

গোবিন্দাসী-বঙ্গবন্ধু সেতুপূর্ব সড়কের পাশে বসবাসকারী হতদরিদ্রদের মাঝেও কম্বল বিতরণ করেন তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসলাম হোসাইন।

কনকনে শীতের মধ্যে কম্বল পেয়ে খুশিতে কুকাদাইর গ্রামের রাবেয়া বেওয়া বলেন, ‘খুবই শীতের কারণে সন্ধ্যার পরই ঘুমিয়ে পড়েছিলাম। এ সময় একজন ডেকে বলে আপনাদের কম্বল দেওয়া হবে। পরে দেখি ইউএনও কম্বল নিয়ে বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। তিনি এসে কম্বল শরীরে জড়িয়ে দিলেন।’

কম্বল পেয়ে গোবিন্দাসীর সুইপার কলোনীর উজ্জল বলেন, আমরা অতিদরিদ্র মানুষ। রাস্তার পাশে ঘর-বাড়ি তৈরি করে বসবাস করছি। রাতে দেখি গাড়ি থামিয়ে কম্বল নিয়ে বাড়ির সামনে হাজির হয়েছেন ইউএনও মেডাম। পরে এসে আমাদের মাঝে কম্বল বিতরণ করলেন।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds