গাঁজা সেবনে ব্যস্ত সবাই, ভুলেই গেলেন পুলিশের উপস্থিতি

সারাদেশ টুডে


বগুড়ার আদমদীঘিতে গাঁজার আসর থেকে নেশাগ্রস্ত অবস্থায় ৬জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত ১১টায় পুশিন্দা হিন্দুপাড়ায় একটি বাড়িতে থেকে ১২০ পুরিয়া গাঁজাসহ ওই ছয়জনকে আটক করা হয়।

এ নিয়ে আদমদীঘি থানায় মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

নেশাগ্রস্ত অবস্থায় আটকৃতরা হলেন- উপজেলা পুশিন্দা গ্রামের নিপেনের ছেলে শিবেন, বিনয় চন্দ্রের ছেলে শ্রী বিপ্লব, আব্দুর রাজ্জাকের ছেলে সুমন, প্রভাসের ছেলে প্রতাব, রামেন্দ্র নাথের ছেলে অখিল, এবং সুধির চন্দ্রের ছেলে সুনিল।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আদমদীঘি থানার ওসি জালাল উদ্দীন। তিনি জানান, বুধবার রাত ১১টায় উপজেলার নসরতপুর ইউপির পুশিন্দা গ্রামের এক ব্যক্তির বাড়ির একটি কক্ষে কয়েকজন গাঁজা সেবন করছে। এমন ঘটনায় গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে ১২০ পুরিয়া গাঁজাসহ ৬জনকে আটক করে।

Scroll to Top