গায়ে আগুন দিয়ে মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীর আত্মহত্যা

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :
ছাত্রীর আত্মহত্যা

ক্যাম্পাস টুডে ডেস্ক- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কেরোসিন ঢেলে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে কমলা আক্তার (১৫) নামে মাধ্যমিক পরীক্ষার্থী! শনিবার বিকেলে উপজেলার দেওপাড়া ইউনিয়নের মলাজানি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কমলা উপজেলার মলাজানি গ্রামের সৌদি আরবপ্রবাসী নূরুল ইসলামের মেয়ে তিনি।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, এবার মাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল কমলার। শনিবার বিকেলে কমলার মা মনোয়ারা বেগম বাড়ির পাশের মাঠে ছাগল চরাতে যান। এ সময় বাড়ি ফাঁকা পেয়ে ঘরের দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয় সে। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করার চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম বলেন, কী কারণে কিশোরী আত্মহত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লাশটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds