গোপালগঞ্জে পানিতে ডুবে ৩ বোনের মৃত্যু

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

সারাদেশ টুডেঃ গোপালগঞ্জের মুকসুদপুরে পুকুরের পানিতে পড়ে গিয়ে আপন দুই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (০৬ অক্টোবর) সকালে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুরা হল- মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের
তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্না (৩)। একই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মিরাজ শেখের দুই মেয়ে মেহেরজান (৫) ও মারিয়া (৩)। এরা মামাতো-ফুফাতো বোন।

এ ঘটনার ব্যাপারে স্থানীয়রা জানান, মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নে তপাকান্দি গ্রামের নূর আলমের মেয়ে ঝর্না মামা মিরাজ শেখের বাড়িতে বেড়াতে আসে। রবিবার (০৬ অক্টোবর) সকালে তিন বোন বাড়ির উঠানে খেলছিল। এক সময় সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে ৩ শিশুর মরদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজন উদ্ধার করে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. প্রদীপ বিশ্বাস জানান, ওই তিন শিশুকে তাদের স্বজনরা হাসপাতালে নিয়ে আসে। তবে হাসপাতালে আনার আগেই ওদের মৃত্যু হয়।

এ ঘটনায় শিশুদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

দ্য ক্যাম্পাস টুডে

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds