ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে নিহত ৩

thecampustodaycouc Avatar

ক্যাটাগরি :

সারাদেশ টুডে: ঘূর্ণিঝড় ‘বুলবুল’র তাণ্ডবে ঘর এবং গাছচাপা পড়ে পটুয়াখালী ও খুলনায় তিন জনের মৃত্যু হয়েছে। রোববার ভোরে গতরাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পটুয়াখালীর মির্জাগ‌ঞ্জ উপজেলার উত্তর রামপুরা গ্রা‌মের হামেদ ফকির, খুলনার দাকোপ উপজেলার দক্ষিণ দাকোপ গ্রামের সুভাষ মণ্ডলের স্ত্রী প্রমিলা মণ্ডল এবং খুলনার সেনহাটির আলমগীর হোসেন।
হামেদ ফকিরের মৃত্যুর বিষয়টি মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার নিশ্চিত করেছেন। আর দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল ওয়াদুদ জানান, রাতে প্রমীলা সাইক্লোন শেল্টারে ছিলেন। সকালে নিজের বাড়িতে যান তিনি। সেসময় একটি গাছ তার ওপরে পড়লে মৃত্যু হয় প্রমীলার।
এছাড়া ঘূর্ণিঝড়ের প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে বেশ কিছু দোকানপাঠে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাঙ্গাবালী উপজেলার চালিতাবুনিয়ায় ভাঙা বাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে প্লাবিত হয়েছে ফসলি জমি। ঘূর্ণিঝড় ‘বুলবুল’র প্রভাবে এখনো বৈরী আবহাওয়া বিরাজ করছে উপকূলীয় অঞ্চলে।

#দ্যা ক্যাম্পাস টুডে

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds