চবি প্রতিনিধিঃ দ্রুতযান স্টাফ কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। মারধরের শিকার শিক্ষার্থীরা হচ্ছেন চবির ম্যানেজমেন্ট বিভাগের ১৪-১৫ সেশনের শিক্ষার্থী অমিত মাহমুদ রাফি এবং ফাইনেন্স বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী রবিন।
জানা যায়, রাফি ও রবিন মুরাদপুর থেকে দ্রুতযান গাড়িতে করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরছিল।দ্রুতযান স্টাফ তাঁদের থেকে ভাড়া দ্বিগুণ দাবি করে।এনিয়ে প্রতিবাদ জানালে বিশ্ববিদ্যালয় জিরো পয়েন্টে এসে স্টাফ ও ড্রাইভার তাঁদের গায়ে হাত তুলে।
অমিত মাহমুদ রাফি দ্য ক্যাম্পাস টুডেকে বলেন,”আমরা মুরাদপুর থেকে গাড়িতে উঠি।আমরা দাঁড়িয়ে থাকা সত্ত্বেও দ্রুতযান স্টাফ আমাদের থেকে দ্বিগুণ ভাড়া দাবি করে।আমরা প্রতিবাদ জানালে আমাদের তাচ্ছিল্য করে অনেক ধরণের মন্তব্য করে।পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আসার পর গাড়ি থেকে নামার সময় হাত দিয়ে পথ রোধ করার চেষ্টা করে।হাত সরিয়ে নামার সময় আমাদের পেছন থেকে ধাক্কা দেয় এবং গায়ে হাত দেয়।এর পর আরও কয়েজকজন এসে আমাদের মারতে উদ্ধত হয়।এরই প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীরা প্রধান ফটকে তালা দেয়।’’
এ বিষয়ে চবির ভারপ্রাপ্ত প্রক্টর আতিকুর রহমান বলেন,”আমরা বিষয়টা জেনেছি।হাটহাজারী থানার সাথে আমাদের যোগাযোগ হয়েছে,তারা একটা ব্যবস্থা নিবে।আগামীকাল পরিবহন মালিক সমিতির সাথে হাটহাজারী থানার ওসি সহ আমরা বসবো।’’