চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৪৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৩৪৬ কোটি টাকার বাজেট অনুমোদন 

নুর নওশাদ


চলতি অর্থবছরের (২০২০-২১) জন্য ৩৪৬ কোটি ৩০ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, যা গত অর্থবছর থেকে ৭কোটি টাকা বেশি।গত অর্থবছরে (২০১৯-২০) ৩৩৯ কোটি ১৮ লাখ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছিল।

আজ রবিবার চবির এ আর মল্লিক প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে ৩২তম সিনেট সভায় এ বাজেট উপস্থাপন করেন চবির রেজিস্টার(ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস.এম মনিরুল হাসান। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, ’‘আগামী অর্থবছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু’টি বিষয়কে গুরুত্বারোপ করে সকল পরিকল্পনা তৈরি করেছে। তা হচ্ছে গবেষণা ও উন্নয়ন। আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে চবির অবস্থানকে একটি সম্মানজনক জায়গায় নিয়ে যাওয়ার জন্য গবেষণা মান ও পরিমাণ বাড়ানোর জন্য ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে।’’

প্রতিবারের মতো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বেতন ভাতা খাতকে অগ্রাধিকার দিয়ে সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে ২২২কোটি ২০লাখ টাকা, যা মোট বাজেটের ৬৪.১৬শতাংশ। গবেষণা প্রকল্প খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪কোটি২০লাখ টাকা।গবেষণা খাতে বরাদ্দ মূল বাজেটের মাত্র ১.২১শতাংশ। পরিবহন খাতে বরাদ্দ রাখা হয়েছে ৩কোটি ৫০লাখ,যা মোট বাজেটের ১.০১শতাংশ।চিকিৎসা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৫৬ লাখ টাকা, যা মোট বাজেটের ০.১৬ শতাংশ।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মোট শিক্ষার্থী সংখ্যা২৩হাজার ৫৫৪জন।বাজেটে প্রতি শিক্ষার্থীর পেছনে বাৎসরিক ব্যয় ধরা হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৮৩৭ টাকা।এর বিপরীতে আয় ধরা হয়েছে ২ হাজার ৪৩৫ টাকা।

চলতি অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়সহ ৫১৪ কোটি ১৩ লাখ টাকা চাহিদার বিপরীতে ৩৪৬ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।এর মধ্যে ৩২৯ কোটি ৮০ লাখ টাকা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে প্রস্তাবিত বাজেটে ১৬ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। ঘাটতি ধরা হয়েছে পাঁচ কোটি ৫৫ লাখ টাকা।

এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর(ভারপ্রাপ্ত),সিনেট সদস্যবৃন্দ,সিন্ডিকেট সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *