শনিবার, ১০ জুন ২০২৩, ১০:৫৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম মেডিকেল কলেজের লিফট ছিঁড়ে পড়লেন বিএনপির আমীর খসরুসহ অন্যান্য নেতারা

  • আপডেট টাইম সোমবার, ১৮ নভেম্বর, ২০১৯, ৬.১৪ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ

জাতীয় টুডেঃ        বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অন্যান্য নেতারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের দোতলা থেকে লিফট ছিঁড়ে পড়ে গেছেন ।এ ঘটনা ঘটে ১৮ নভেম্বর সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের মাঝখানের একটি লিফটে ।অবশ্য কেউ তেমন আহত হননি। এ সময় লিফটে আমীর খসরুর সঙ্গে শাহদাত হোসেন (নগর বিএনপির সভাপতি) , খুরশিদ জামিল চৌধুরী (বিএমএ চট্টগ্রামের সাবেক সভাপতি) সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহদাত হোসেন বলেন, “চট্টগ্রামের পাথরঘাটায় বিস্ফোরণের পর দেয়ালধসে আহতদের দেখে পাঁচতলার অর্থোপেডিক বিভাগ থেকে আমরা লিফটে নামছিলাম। দোতলায় এসে লিফট ছিঁড়ে দ্রুত নেমে যায়। নিচতলায় বিকট শব্দে পড়ে যায়। লিফটটি নিচের ফ্লোরের আরও এক হাত নিচে চলে যায়। পরে দরজা আটকে যায়। অনেক কষ্টে আমাদের বের করা হয়।যদি আরও ওপর থেকে ছিঁড়ে যেত তাহলে ভয়াবহ বিপর্যয় হতো। আল্লাহর রহমতে বেঁচে গেছি। তিনি অভিযোগ করেন, কোনো রক্ষণাবেক্ষণ না থাকায় এই ঘটনা ঘটেছে।”

আখতারুল ইসলাম (হাসপাতালের উপপরিচালক) বলেন, ‘লিফট ছিঁড়ে যাওয়ার ঘটনা আমাকে কেউ বলেনি। আমি খোঁজ নিচ্ছি।’

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today