চবিতে কটেজ ভাড়ায় মাত্র ২০ শতাংশ ছাড়

চবিতে কটেজ ভাড়ায় মাত্র ২০ শতাংশ ছাড়

চবি প্রতিনিধি


করোনা মহামারিতে দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কটেজ সমূহের ভাড়া ২০ শতাংশ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়স্থ কটেজ মালিক সমিতি। শনিবার এ ব্যপারে সিদ্ধান্ত গ্রহণ করে বিজ্ঞপ্তি প্রকাশ করে মালিক সমিতি।

কোন শিক্ষার্থী একসাথে বকেয়া ভাড়া পরিশোধ করলে মিলবে এই ২০ শতাংশ ছাড়।চবি প্রক্টর মহোদয়ের অনুরোধে এবং মানবিক বিবেচনায় কটেজ মালিক সমিতির সভাপতি জনাব শাহ আলমের সভাপতিত্বে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

দীর্ঘদিন বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীরা কটেজ ভাড়া ৫০ শতাংশ মওকুফের জন্য আবেদন জানায়।গত ১৭মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করায় শিক্ষার্থীরা ক্যাম্পাস ছেড়ে চলে যায়।এরই পরিপ্রেক্ষিতে বকেয়া মাস সমূহের ভাড়া আদায়ের জন্য চাপ দিতে থাকেন কটেজ মালিকেরা।অনেক দফায় আলোচনার পর সব শেষে ২০শতাংশ ভাড়া মওকুফের ব্যপারে সকলে একমত হয়।

তবে শিক্ষার্থীদের দাবী কমপক্ষে ৪০ শতাংশ ভাড়া ও বিদ্যুৎ বিল সহ আনুষাঙ্গিক খরচ যাতে মওকুফ করা হয়।গত এপিল-২০২০ থেকে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানান কতৃপক্ষ

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *