চবিতে ফুল দিতে আসা ছাত্রদল নেতাদের বেধড়ক মারধর ছাত্রলীগের

চবিতে ফুল দিতে আসা ছাত্রদল নেতাদের বেধড়ক মারধর ছাত্রলীগের

চবি প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজয় দিবসে ফুল দিতে আসা ছাত্রদল নেতাদের বেধড়ক মারধর করছে চবি ছাত্রলীগের কর্মীরা।

বেলা পৌনে দুইটার দিকে চবি জাদুঘরের সম্মুখে স্বাধীনতা ভাস্কর্যে এই ঘটনা ঘটে।এতে ছাত্রদলের সাধারণ সম্পাদক শহীদুল হক শহীদসহ প্রায় ১২-১৩ জন আহত হয়।আহতদের নাগরীর ট্রিটমেন্ট হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

এ বিষয়ে চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াছিন বলেন,”আমরা ফুল দেওয়ার জন্য স্বাধীনতা ভাস্কর্যে প্রবেশ করার পর আমাদের উপর অতর্কিত হামলা করে ছাত্রলীগের কর্মীরা।এসময় পাশে থাকা আমাদের ৩টা বাইক,৫টা মোবাইল,৫টা মানিব্যাগ তাঁরা নিয়ে গেছে।আমাদের প্রায় ১২-১৩ জন কে তারা মারধর করে।এ ব্যাপারে প্রক্টরকে মৌখিক ভাবে জানানো হয়েছে।’’

এ বিষয়ে চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন,” ছাত্রদলের ছেলেরা ফুল দেওয়ার নামে নাশকতার উদ্দেশ্যে ক্যাম্পাসে প্রবেশ করেছে এই বিষয়টা জানতে পেরে ছাত্রলীগের ছেলেরা সেখানে যায়।শুরুতে তাঁদের সাথে বাকবিতণ্ডা হলে ছাত্রলীগের ছেলেরা তাদের প্রতিহত করে।অতীতেও তাঁরা পেট্রল সন্ত্রাসের মাধ্যমে নাশকতা করে এসেছে।তাই আমাদের ছেলে গিয়ে তাদের প্রতিরোধ করে।’’

জিনিস পত্র নেওয়ার অভিযোগের উত্তরে তিনি বলেন,”এটা একটা ভিত্তিহীন বানোয়াট অভিযোগ। বঙ্গবন্ধুর আদর্শিক ছেলেরা এই কাজ করতে পারে না।’’

এ বিষয়ে চবির ভারপ্রাপ্ত প্রক্টর ড. আতিকুর রহমান বলেন,”আমাদের কাছে কোন লিখিত অভিযোগ আসেনি।আমরা সারাদিনই ক্যাম্পাসে ছিলাম।লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নিব।’’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *