চবি:পরীক্ষা স্থগিত হচ্ছে,প্রজ্ঞাপন হাতে পেলেই বিজ্ঞপ্তি

 

চবি প্রতিনিধি


সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও হল খোলার আগে পরীক্ষা না নেওয়ার ব্যাপারে সরকারের সাথে একমত পোষণ করবে বলে জানিয়েছে চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়(চবি) প্রশাসন।ফলে চলমান অনার্স-মাস্টার্স পরীক্ষা স্থগিত হতে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে সোমবার(২২ফেব্রুয়ারি) সন্ধ্যায় চবি রেজিস্ট্রার প্রফেসর ড.এস এম মনিরুল হাসান পরীক্ষার ব্যাপারে দ্য ক্যাম্পাস টুডে’কে বলেন, “আমরা সরকারি সিদ্ধান্ত মানবো,মেনে চলবো।যেহেতু ছাত্রদের অভিযোগ, তারা হলে থাকতে পারছে না,আন্দোলন করছে,এখন তাহলে পরীক্ষা স্থগিত করা ছাড়া উপায় নেই।’’

চবি রেজিস্ট্রার বলেন, “আমরা প্রজ্ঞাপন হাতে পেলে বিজ্ঞপ্তি দিয়ে দিব।’’

পরীক্ষার জন্য যারা মেসে বা কটেজে থাকছে তাদের বিষয়ে তিনি বলেন, “ছাত্ররা যদি হল খোলার জন্য আন্দোলন করে,তাহলে তো হল না খুলে পরীক্ষা নেওয়া যাবে না।এক্ষেত্রে হলে খোলার ব্যাপারে সরকারি সিদ্ধান্ত মানতে হবে।’’

এর আগে দুপুরে শিক্ষামন্ত্রী এক প্রেস বিফিং-এ চলমান পরিস্থিতি নিয়ে বলেন, ২৪ মে থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হবে ১৭ মে থেকে হল খুলে দেয়া হবে।হল খোলার আগে শিক্ষার্থীদের করোনা টিকা নিশ্চিত করা হবে।এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরই সব বিশ্ববিদ্যালয়কে পরীক্ষা নিতে হবে।

Scroll to Top