চবি কর্মকর্তার উপর হামলা,অফিসার সমিতির অবস্থান ধর্মঘট আগামীকাল

চবি কর্মকর্তার উপর হামলা,অফিসার সমিতির অবস্থান ধর্মঘট আগামীকাল

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ামক (ভারপ্রাপ্ত) মোঃ ফরিদুল আলম চৌধুরীর উপর হামলা চলিয়েছে দুর্বৃত্তরা।

আজ দুপুর ১.৩০ মিনিটে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসে কর্মরত অবস্থায় এ হামলা চালায় কয়েকজন দুর্বৃত্ত।কারা, কী কারণে এ হামলা চালিয়েছে তা সুস্পষ্টভাবে জানা যায়নি।

বিশ্ববিদ্যালয় প্রাশাসন এবিষয়ে মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড.মোহাম্মদ আবুল মনছুরকে প্রধান করে চার সদস্যের তদন্তকমিটি গঠন করেছে।গোপনীয় শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ ফজলুল করিমকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অপর দুই সদস্য হলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.রবিউল হাসান ভূইয়াঁ ও কেন্দ্রীয় স্টোর শাখার ডেপুটি রেজিস্ট্রার ও অফিসার সমিতির সভাপতি রশিদুল হায়দার।কমিটিকে ৪কর্মদিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

এঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি আগামীকাল(১৩জানুয়ারি) সকালে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট কর্মসূচির ঘোষণা করছে।

এবিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতির সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী বলেন,”আমাদের হিসাব নিয়ামক মহোদয় একজন ধার্মিক ও সজ্জন ব্যক্তি।আমি একটি অফিসিয়াল কাজে ব্যস্ত ছিলাম,একজন সহকর্মীর ফোন কল পেয়ে হিসাব নিয়ামক অফিসে গেলে শুনি কিছু ছাত্র নামধারী দুর্বৃত্ত উনি দুপুরের নামাজ শেষে অফিসে গিয়ে কাজ করার সময় অতর্কিতভাবে উনার উপর হামলা চালায়।তাৎক্ষনিকভাবে সবাই কাজকর্ম বন্ধ রেখে এর প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে।প্রশাসনের পক্ষ থেকে রেজিস্ট্রার স্যার ও প্রক্টর স্যার উপস্থিত হলে পরিস্থিতি শান্ত হয়।’’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.রবিউল হাসান ভুইঁয়া বলেন,”আমরা বিষয়টি জেনেছি।আমরা তাৎক্ষণিকভাবে সেখানে যাই।গিয়ে কাউকে পাওয়া যায়নি।এবিষয়ে চার সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।কমিটি রিপোর্ট দিলে ব্যাবস্থা নেওয়া হবে।’’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড.এস এম মনিরুল হাসান বলেন, “তদন্ত কমিটি হয়েছে।তাঁরা রিপোর্ট দিবে।এর পর আমরা ব্যাবস্থা নিব’’

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *