চার দফা দাবিতে চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন

চার দফা দাবিতে চবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের আন্দোলন

চবি প্রতিনিধিঃ পরীক্ষা নেওয়ার দাবিতে অবস্থান কর্মসূচির পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের(আইইআর) ১৮-১৯ সেশনের শিক্ষার্থীরা।চার দফা দাবি জানিয়ে প্রক্টরের মাধ্যমে উপাচার্যের নিকট স্মারক লিপিও দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার (৩জানুয়ারি) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয় প্রসাশনিক ভবনের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।এর কিছু সময় পরেই প্রসাশনের আশ্বাসে কর্মসূচি শেষ হয়।এর পর তাঁরা প্রক্টর,উপচার্য এবং ইনস্টিটিউটের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করেন।

চার দফা দাবি সমূহ হলো-
১.জানুয়ারীর ১০ তারিখের মধ্যে পরীক্ষার রুটিন দিতে হবে।
২. পরীক্ষা শেষ হওয়ার পর পর প্রয়োজনে অনলাইনে দ্বিতীয় বর্ষের ক্লাস শুরু করতে হবে।
৩.পরীক্ষা শেষ হওয়ার তিন মাসের মধ্যে পরীক্ষার রেজাল্ট দিতে হবে।
৪. ইনস্টিটিউটের সেশনজট নিরসনে শিক্ষক নিয়োগ, ক্লাসরুম বৃদ্ধিসহ যাবতীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান,ক্লাস জটিলতার কারণে তাঁদের পরীক্ষার সঠিক সময়ে হয় না।তাঁদের এই বছর মার্চে প্রথমবর্ষ ফাইনাল পরীক্ষা হওয়ার কথা ছিল।কিন্তু করোনা মহামারিতে তাঁদের সেই পরীক্ষা হয়নি।ফলে দুইবছরেও তাঁরা এখনো প্রথম বর্ষ শেষ করতে পারেনি।তাই দ্বিতীয় বর্ষের কোন কার্যক্রম শুরু করতে পারেনি।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালের প্রক্টর ড. রবিউল হাসান ভুইঁয়া বলেন,”আমরা ডিরেক্টরের সাথে কথা বলেছি।তাঁরা শীঘ্রই একডেমিক কমিটির মিটিং এর মাধ্যমে পরীক্ষা কার্যক্রম শুরু করবে।”

এ বিষয়ে আইইআর এর পরিচালক প্রফেসর ড.মোহাম্মদ বশির আহাম্মদ বলেন,”এ বিষয়ে একাডেমিক কমিটির মিটিং এ সিদ্ধান্ত হবে।বিশ্ববিদ্যালয় ও কন্ট্রোলার অফিসের অনুমোদন সাপেক্ষে পরীক্ষা হবে।পরীক্ষার সকল প্রস্তুতি আছে।”

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *