চুয়েট পরিদর্শনে আসছেন তুরস্ক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মুস্তফা

চুয়েট পরিদর্শনে আসছেন তুরস্ক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মুস্তফা

চুয়েট টুডেঃ চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) পরিদর্শনে আসবেন তুরস্ক প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান। আগামী ১০ জানুয়ারি (রবিবার) বিকাল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪ টা পর্যন্ত এক ঘণ্টা চুয়েট ক্যাম্পাসে তার অবস্থান করার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ রাশেদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়েছে, পরিদর্শনকালে তুরস্কের রাষ্ট্রদূত চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। এ সময় চট্টগ্রামস্থ তুরস্কের অনারারি কনস্যুল জেনারেল সালাহউদ্দিন কাসেম খান উপস্থিত থাকবেন।

এছাড়া চুয়েটের বিভিন্ন ল্যাবরেটরি-যন্ত্রপাতি সুবিধা ও নান্দনিক অবকাঠামোসমূহ পরিদর্শনসহ দুই দেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার বর্তমান অবস্থা ও অগ্রগতি এবং কারিগরি শিক্ষায় দ্বি-পাক্ষিক মতবিনিময়ের পাশাপাশি চুয়েটের সম্মানিত ডীন, পরিচালক ও বিভাগীয় প্রধানগণের সাথেও তিনি মতবিনিময় করার আগ্রহ প্রকাশ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *