‘ছাত্রসমাজ জেগে ওঠো, অত্যাচার আর সইবে কতো’

‘ছাত্রসমাজ জেগে ওঠো, অত্যাচার আর সইবে কতো’

বশেফমুবিপ্রবি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে জামালপুরের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের’ (বশেফমুবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয় গেইটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে (বশেফমুবিপ্রবি) ফিশারিজ বিভাগের শিক্ষার্থী ফকির আহসানুল ইরফানের সঞ্চালনায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যথেকে বক্তব্য রাখেন সিএম ইমরান, জাহিদ হাসান অনিক, হাসিবুল হাসান রনি ।

এছাড়া আনোয়ারুল ইসলাম, অনিক সরকার, মোঃ গোলাম জিলানী, মাজহারুল মুন্না, মুন্তাসির মাহমুদ, মোঃঅভিমান সরকার, ইয়াসিন আরাফাত, মাসুদ রানা, মোঃ শাকিল আহমেদ ভুইয়া, মোঃ আহসান হাবীব, ফাহাদ ইরফান, শেবক দাস, মোঃজুয়েল রানা, দিপায়ন কুমার প্রমুখ উপস্থিত ছিলেন ।

মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে ‘ববির পাশে বশেফমুবিপ্রবি’, ‘ভয় পেলে তুমি শেষ, রুখে দাঁড়ালেই বাংলাদেশ’, ‘ছাত্রসমাজ জেগে ওঠো, অত্যাচার আর সইবে কতো’, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের হামলার প্রতিবাদ জানাই’, ‘ ‘শিক্ষার্থীবান্ধব প্রশাসন চাই’সহ বিভিন্ন ফেস্টুন দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পরিবহন শ্রমিকদের হামলার আমরা তীব্র প্রতিবাদ জানাই। প্রশাসন এখনও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি, নির্বিকারচিত্তে প্রশাসন বিষয়টি এড়িয়ে যাচ্ছে। সাধারণ শিক্ষার্থীদের তারা নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

তারা আরোও বলেন,দেশের ভবিষ্যৎ কাণ্ডারিদের ওপর এমন বর্বরোচিত হামলা মোটেই কাম্য নয়। অনতিবিলম্বে এই হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানাই। তাদের দ্রুত বিচারের আওতায় না আনলে সাধারণ শিক্ষার্থীরা তীব্র আন্দোলন গড়ে তুলবো। আর যেন কোনও শিক্ষার্থীর গায়ে আঘাত না আসে এমন ব্যবস্থা রাষ্ট্র গ্রহণ করবে বলে প্রত্যাশা রাখি।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *