বশেমুরবিপ্রবি টুডেঃ ছুরি দেখিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীর কাছ থেকে টাকা ও মোবাইল ছিনতাই করেছে দুর্বত্তরা।
শুক্রবার (১৮ অক্টোব) রাত সাড়ে ৮টার দিকে গোপালগঞ্জের মধুমতী নদীর পাশে লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার শিক্ষার্থী হলেন সোহেল রানা। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী।
এ বিষয়ে সোহেল রানা জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সোহেল টিউশনি শেষে মেসে ফিরছিলেন। এ সময় গোপালগঞ্জের মধুমতী নদীর পাশে লঞ্চঘাট এলাকায় অন্ধকারে ২জন যুবক তার পথ রোধ করে। এ সময় ছুরি দেখিয়ে তার কাছ থেকে যা আছে দিয়ে দিতে বলে। ভয়ে সোহেল তার সঙ্গে থাকা একটি মোবাইল ও কাছে থাকা টাকা দিয়ে দেয়। মোবাইলে সিম ফিরে চাইলে দুর্বৃত্তরা ছুরি পেটে ঢুকিয়ে মেরে ফেলার ভয় দেখায়।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, “ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। তবে এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি। এ ব্যাপারে যদি লিখিত অভিযোগ পাই তাহলে পরবর্তীতে আমরা ব্যবস্থা নিবো।”
দ্য ক্যাম্পাস টুডে।