ফারহান আহমেদ রাফি
জবি প্রতিনিধি
ইসলাম ধর্ম নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য ও কটূক্তিকারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের ১৩ তম ব্যাচের শিক্ষার্থী তিথী সরকার কে স্থায়ী বহিষ্কার এর দাবীতে তৃতীয় বারের মত মানববন্ধন কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারন শিক্ষার্থীরা।
রবিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে রফিক ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এসময় উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আবু মুসা রিফাত , আল রুম্মান, তানভীর আহমেদ , পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কনিক সপ্নীল , ইতিহাস বিভাগের শিক্ষার্থী কাদের সহ আরো অনেক শিক্ষার্থী ।
বিক্ষোভ মিছিল শেষে সাধারন শিক্ষার্থীরা বলেন, তিথী সরকার কে স্থায়ী বহিষ্কার করতে হবে এবং এর জন্য তারা বিশ্ববিদ্যালয় প্রশাসন কে ৩ কার্য দিবসের আলটিমেটাম দিয়েছেন।
এসময় তারা আরও বলেন ,যদি আগামী ৩ কার্য দিবসের মধ্যে তিথী সরকার কে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ী বহিষ্কার ও ছাত্রত্ব বাতিল করা না হয় তাহলে তারা আগামি ১৮ নভেম্বর কঠোর কর্মসূচি পালন করবেন।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর স্মারকলিপি প্রদান করেন।
প্রসঙ্গত, বর্তমানে তিথী সরকার কে সিআইডি গ্রেফতার করেছে এবং সে এখন জেল হাজতে এ আছে।