জাককানইবিতে কাল থেকে শুরু হচ্ছে ‘কুয়াশা উৎসব-১৯’

জাককানইবিতে কাল থেকে শুরু হচ্ছে ‘কুয়াশা উৎসব-১৯’

আল আমিন, জাককানইবিঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) প্রথমবারের মতো কুয়াশা উৎসব-২০১৯ অনুষ্ঠিত’ হতে যাচ্ছে। এর পতিপাদ্য হল “কুয়াশায় সু-আশায় কহকুশিলাদি”।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সংস্কৃতিপ্রেমী শিক্ষার্থীদের’ উদ্যোগে গণ-অর্থায়নে আগামীকাল রবিবার ও সোমবার (২৯ ও ৩০ ডিসেম্বর) দুই দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল কেন্দ্রীয় খেলার মাঠে।

বর্ণাঢ্য আয়োজনে থাকছে- শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে থাকছে চিত্রকলা প্রদর্শনী, আলোকচিত্রিত প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী, পিঠা পার্বণ উৎসব, বইমেলা, সংগীত,। নৃত্য, স্ট্যান্ড-আপ কমেডি, ইনস্টুলেশন আর্ট, পারফরমেন্স’ আর্ট এবং শিক্ষকদের অংশগ্রহণে সাহিত্য আলোচনা।

সকলের জন্য উন্মুক্ত উৎসবে দর্শক মাতাবে বাংলা ফাইভ, স্বরব্যাঞ্জ, দৈত্য দল ও মাদলের মতো ব্যান্ডদল। উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তালের পাতায় নকশা এঁকে দেওয়া হচ্ছে নিমন্ত্রণ পত্র।

বিশ্ববিদ্যালয়ে গন-অর্থায়নে প্রথমবারের মত আয়োজন করা হচ্ছে এই কুয়াশা উৎসব।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *