জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ক্যাম্পাস টুডে ডেস্ক


জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৪তম মৃত্যুবার্ষিকীতে কবির সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

আজ বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত কবির সমাধিতে কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক ‎লেখক ভট্টাচার্য নেতৃত্বে নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এ-সময় ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগরীর বিভিন্ন স্তরের নেতাকর্মীরা
উপস্থিত ছিলেন।

কবি কাজী নজরুল ইসলাম ১৩৮৩ বঙ্গাব্দের ১২ ভাদ্র (১৯৭৬ সালের ২৯ আগস্ট) ঢাকার তৎকালীন পিজি হাসপাতালে (বর্তমান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মসজিদের পাশে কবর দেওয়ার জন্য মৃত্যুর আগে কবি গানে গানে বলেছিলেন ‘মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গোর থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই’।

জাতীয় কবির শেষ ইচ্ছানুযায়ীই কবিকে রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *