বুধবার, ২৯ মার্চ ২০২৩, ০২:৫৯ পূর্বাহ্ন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ১ম বর্ষে ভর্তির রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ আগামীকাল

  • আপডেট টাইম সোমবার, ৪ নভেম্বর, ২০১৯, ৩.৩৩ পিএম

জাতীয় টুডে: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি কার্যক্রমে ১ম রিলিজ স্লিপের মেধা তালিকা প্রকাশ করা হবে আগামীকাল।  রবিবার (৩ নভেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালকের বিজ্ঞপ্তিতে এ প্রকাশ করা হয় ।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এসএমএসের মাধ্যমে ৫ নভেম্বর বিকাল ৪টা থেকে ফল জানা যাবে। এ জন্য যে কোনো মোবাইলের মেসেজ অপশনে গিয়ে nuathnroll no টাইপ করে ১৬২২২ নম্বরে পাঠালে ফল জানতে পারবেন শিক্ষার্থীরা। একই দিন রাত ৯টা থেকে ভর্তি বিষয়ক ওয়েবসাইটে ফল পাওয়া যাবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থানপ্রাপ্ত আবেদনকারীদের বিষয় পরিবর্তনের সুযোগ থাকবে না। এছাড়া ১ম রিলিজ স্লিপের মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষের কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ১১ নভেম্বরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today