রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৩:০০ অপরাহ্ন

জাবিতে অস্ত্র হাতে আন্দোলনকারীদের উপর হামলা করল ছাত্রলীগ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯, ১.৩৮ পিএম

জাবি টুডে: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অস্ত্র হাতে হামলা চালিয়েছে ছাত্রলীগ। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে ১২ জন আন্দোলনরত শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আন্দোলনকারীরা জানান, ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে বিশ্ববিদ্যালয়ে টানা নবম দিনের মতো আজ মঙ্গলবার সকালে ক্যাম্পাসে অবস্থান নেন। তারা সকালে উপাচার্যের বাসভবন অবরোধ করলে সেখানে আসেন উপাচার্যপন্থী কয়েকজন শিক্ষক। তারা আন্দোলনকারীদের সাথে বাকবিতন্ডা করে চলে যাবার পর বেলা ১২টার দিকে হঠাৎ ছাত্রলীগের একদল নেতাকর্মী আন্দোলনকারীদের ওপর হামলা চালায়। এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন। তবুও উপাচার্য ফারজানা ইসলামের পদত্যাগ না করা পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, ছাত্রলীগের নেতাকর্মীরা এলোপাতাড়ি মারধর করতে থাকেন। তারা অনেক নারী আন্দোলন কর্মীদের চড় লাথি মারে। হামলাকারীরা ভিসি ফারজানা ইসলামের পক্ষ হয়ে উপাচার্যপন্থি শিক্ষকদের প্ররোচনায় এই হামলা চালিয়েছে। হামলাকারীদের একজনের হাতে অস্ত্রসহ অনেককে দেশীয় অস্ত্রে হাতে দেখা গেছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today