জিন্নাহ,আইয়ূব, ইস্কান্দারদের ঢাবি প্রদত্ত ”ডক্টর অব লজ” প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মুক্তিযুদ্ধ মঞ্চের

জিন্নাহ,আইয়ূব, ইস্কান্দারদের ঢাবি প্রদত্ত ”ডক্টর অব লজ” প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মুক্তিযুদ্ধ মঞ্চের

সানজিদ আরা সরকার বিথী

ঢাবি প্রতিনিধি


আজ ২০ জুলাই সোমবার দুপুর ১২ ঘটিকায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বাংলা ভাষা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিরোধী কুখ্যাত খাজা নাজিমুদ্দিন, ইস্কান্দার মির্জা ও আইয়ুব খানকে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক দেয়া ডক্টর অব লজ ডিগ্রী বাতিল করার দাবিতে মানববন্ধন ও মাননীয় উপাচার্যকে স্মারকলিপি প্রদান করবে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।

২০২০ সালের ৫ সেপ্টেম্বর সমাবর্তনে বঙ্গবন্ধুকে “ডক্টর অব লজ” ডিগ্রি দিয়ে সম্মাননা প্রদান করবে ঢাকা বিশ্ববিদ্যালয়।

পূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে “ডক্টর অব লজ” ডিগ্রি প্রদান করা হয়েছে বাঙালি জাতির নিপীড়নের সূচনাকারি, রাষ্ট্র-ক্ষমতায় সামরিক বাহিনীর হোতা ইস্কান্দার মির্জাকে। এই ডিগ্রি প্রদান করা হয়েছে বাঙালি বিদ্বেষকারী ব্যক্তি মোহাম্মদ আলী জিন্নাহকে,যার সমর্থনে রাষ্ট্রভাষা উর্দুকে করা হয়েছিল।
এই ডিগ্রি দেয়া হয়েছিল বাঙালির অসংখ্য বাঙালির খুনির অগ্রনায়ক , দুরাত্মা সামরিক জান্তা,কুখ্যাত আইয়ূব খানকে।
বাংলা ভাষা,মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ বিরোধী খাজা নাজিমুদ্দিনকেও দেয়া হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের “ডক্টর অব লজ” ডিগ্রি।
সেহেতু “ডক্টর অব লজ” ডিগ্রি প্রত্যাহারের একাধিক কারন উল্লেখ্য সকল ব্যক্তির ক্ষেত্রেই বিরাজিত থাকায় এবংকোনো দুর্বৃত্ত,নিপীড়নকারী,খুনিদের পাশে জাতির জনকের নাম থাকবে সেটা বাঙালি হিসেবে কারোরই কাম্য নয়।তাই শতবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কলঙ্কমুক্ত দেখতে চাওয়ার প্রয়াসে জাতির দুরাচার শত্রুদের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রদত্ত “ডক্টর অব লজ”ডিগ্রি বাতিলের দাবিতে মানববন্ধন এবং মাননীয় উপাচার্যকে স্মারকলিপি প্রদানের কর্মসূচি আয়োজন করেছে ‘মুক্তিযুদ্ধ মঞ্চ’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *