সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:১২ পূর্বাহ্ন

জেএসসি পরীক্ষায় ফেল, স্কুলছাত্রীর আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০১৯, ১১.২২ পিএম

সারাদেশ টুডে


শরীয়তপুরের গোসারহাটে জেএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় ফাতেমা আক্তার নামে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছেন। ফাতেমা আক্তার (১৪) গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের মৃত্রসেনপট্রি গ্রামের মোস্তফা খাঁ ও নাজমা বেগম দম্পত্তির মেয়ে।

মঙ্গলবার আড়াইটার দিকে পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন জেনে নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে স্বজনরা।

মৃত ফাতেমার পিতা মোস্তফা খাঁ কান্নাজড়িত কণ্ঠে জানান, “আমার তিন মেয়ের মধ্যেই ফাতেমা বড়। জেএসসি পরীক্ষায় ফেল করায় আমার সবচেয়ে আদরের মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমি মেনে নিতে পারছি না।”

পরিবার ও গোসাইরহাট থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে গোসাইরহাট উপজেলার ইদিলপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ফাতেমা জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অংকে অকৃতকার্য হয়। এ বছর সে একই বিষয় পরীক্ষায় অংশগ্রহণ করেন। আবার অকৃতকার্য হওয়ায় দুপুর ২টার দিকে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে ফাতেমা আত্মহত্যা করে।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সেলিম রেজা বলেন, “ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়েছে।”

তার মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয় স্বজনসহ সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today