ক্যাম্পাস টুডে ডেস্কঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোগো এঁকেছেন শিল্পী কামরুল হাসান, যিনি বাংলাদেশের জাতীয় পতাকা এঁকেছেন। এই ধূসর রং এর লোগোটি যদিও লোগোর আকৃতি অনেকটা কুলার মত কিন্তু আসলে এটা চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাম্পান নৌকার সামনের দিকের অবয়বে গড়া।
লোগোর উপরের অংশে আরবি লেখা, “রাব্বি জিদনি ইলমা”এর অর্থ “হে প্রভু, আমাকে জ্ঞান দান করুন”খোলা বই দ্বারা জ্ঞান আহরণকে বুঝানো হয়েছে, অ্যাটমিক সিম্বল দ্বারা বিজ্ঞানকে বুঝানো হয়েছে।
আঁকাবাঁকা কালো অংশ দ্বারা পাহাড় এবং আঁকাবাঁকা সাদা ঢেউগুলো দ্বারা সাগরের ঢেউ বুঝানো হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের দেশ বাংলাদেশ,আর প্রাকৃতিক সৌন্দর্যের বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
দ্য ক্যাম্পাস টুডে।
সংবাদটি শেয়ার করুন