টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,

স্পোর্টস টুডে


নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ বৃহস্পতিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে সালমা খাতুনের দল। এ ম্যাচে জয়ের বাপারে আশাবাদী টাইগ্রেসরা।

টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে অজিরা। ক্যানবেরা স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। তাই এই ম্যাচে জিতে দল ঘুরে দাঁড়াতে চায় বলে জানিয়েছেন জাহানারা আলম। বুধবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বেশ আত্মবিশ্বাসের সঙ্গেই কথা বলেন এই ।

ডান হাতি পেসার জাহানারা বলেন, ‘আমরা অবশ্যই জয়ের জন্য খেলতে নামবো। সবশেষ ম্যাচে যা হয়েছে তা ভুলে যেতে চাই। এটা খেলার অংশ। আমরা ভালো করার জন্য মুখিয়ে আছি। অবশ্যই আমরা সর্বশক্তি দিয়ে ফিরে আসতে চাই।’

প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে জয়ের আশা জাগিয়েও হেরেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের কাছে ১৭ রানে হেরেছে বাংলাদেশ। অন্যদিকে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হেরেছে অস্ট্রেলিয়াও। তাই দুই দলই প্রথম জয়ের জন্য পরস্পরের মুখোমুখি হবে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds