ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বিজিবির দুই সদস্য নিহত, গুরুতর আহত ৫
সারাদেশ টুডেঃ রাজশাহীর গোদাগাড়ী কলেজ এলাকায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে বিজিবির দুই সদস্য নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহতরা হলেন, ল্যান্স নায়েক যুবায়ের ও আবু সাঈদ।
পুলিশ জানায়, শনিবার (১৩ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিলো বিজিবির ৫৩ ব্যাটালিয়নের কয়কজন সদস্য। পথে গোদাগাড়ি কলেজের সামনে এলে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতেই হতাহতের ঘটনা ঘটে।
প্রথমিক ভাবে ধারণা বৃষ্টিতে রাস্তা ভেজা থাকায় দুর্ঘটনা হতে পরে।