ট্রেনে কাটা পড়ে খুলনা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : , ,

ক্যাম্পাস টুডে ডেস্ক


খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অধ্যাপক মিজানুর রহমান (৬৫) চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিচে পড়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন।

আজ ২২ফেব্রুয়ারি, শনিবার সকাল সাড়ে ৬টার দিকে খুলনা রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত মিজানুর রহমান খুবির সয়েল, ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিন-এর শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ৬টার দিকে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে যান খুবি’র অধ্যাপক মিজানুর রহমান। এ সময় নিচে পড়ে ট্রেনে কাটা পড়েন তিনি। পরে মিজানুর রহমানকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরে সকাল সোয়া ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds