ঢাবি টুডেঃ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরকে বহিষ্কারের জন্য উপাচার্যের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও মুক্তিযুদ্ধ মঞ্চের উপদেষ্টা অধ্যাপক মোজাম্মেল হক।
একটি ফোনালাপ ফাঁস হওয়ার পর মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে ঢাবি অধ্যাপক মোজাম্মেল হক ফেসবুক লাইভে এই আহ্বান জানান।
এ সময় অধ্যাপক মোজাম্মেল হোসেন বলেন, “মিস্টার নুর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন। তাকে প্রতিরোধ করা হবে। তাকে গ্রেফতার করা না হলে সারাদেশের সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলন চালানো হবে।”
এ সময় ঢাবির ওই অধ্যাপক ডাকসু অফিসের সামনে মানববন্ধন ও নূরের কুশপুতুল দাহ করা হবে বলেও জানান।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুরকে জনৈক এক প্রকল্প কর্মকর্তার কাছে তদবির করতে শোনা গেছে। এছাড়া প্রবাসে এক বাংলাদেশির কাছে টাকা লেনদেনের বিষয়ে কথা বলতে শোনা গেছে। এ সময় নুরুকে ১৩ কোটি টাকা লেনদেন নিয়ে কথা বলেন।
এবিষয়ে পরে ফেসবুক লাইভে এসে নুরুল হক নুর জানান যে তার ফোনালাপকে আংশিকভাবে প্রচার করা হয়েছে যা সাংবাদিকতার নীতিবিরোধী।