ডা.জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল, অনলাইন মেডিকেল বোর্ড গঠন

ডা.জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থা স্থিতিশীল, অনলাইন মেডিকেল বোর্ড গঠন

জাতীয় টুডেঃ

করোনাভাইরাসে আক্রান্ত গণস্বাস্থ্যের ট্রাস্টি, মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর অবস্থা আশঙ্কাজনক এবং পরিস্থিতির পরিবর্তন না হওয়ায় একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। মেডিকেল বোর্ডে দেশি-বিদেশি চিকিৎসকরা রয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বিকেল ৪টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ।

ব’লেন, দুপুর দেড়টার দিকে ডা. জাফরুল্লাহ চৌধুরীকে দেখে আসার পর তার চিকিৎসকরা এসব তথ্য জানিয়েছেন।

আরও বলেন, করোনা ও ফুসফুসে গুরুতর সংক্রমণজনিত কারণে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এ বোর্ডে দেশ-বিদেশের চিকিৎসকরা অংশ নিয়েছেন। তার সার্বিক অবস্থা স্থিতিশীল ও অক্সিজেন গ্রহণের মাত্রা আগের মতোই রয়েছে। তিনি খাবার খেতে পারছেন।

উল্লেখ্য গত ২৫ মে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনায় আক্রান্ত হন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *