জাতীয় টুডে- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন শনিবার দিবাগত রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ছাড়েন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি ও ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজি মোহাম্মদ দেলোয়ার হোসেনের মৃত্যুর খবর শুনে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ছুটে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। তিনি তার রুহের মাগফিরাত কামনা করেন।
জানা গেছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও লালবাগ থানা আওয়ামী লীগের সভাপতি হাজি দেলোয়ার হোসেন আজ রাতে ইন্তেকাল করেছেন। মৃতের নামাজে জানাজা আজ (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ১৫ মিনিটে নগর ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।