ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ মারা গেছেন

ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ মারা গেছেন

ক্যাম্পাস টুডে ডেস্ক


ঢাকা কলেজের সাবেক অধ্যক্ষ নাজিরউদ্দিন আহমেদ (৮৫) মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বৃহস্পতিবার (২০ আগস্ট) বার্ধক্যজনিত রোগে তিনি মারা গেছেন

তার জন্ম নরসিংদী জেলায় ১৯৩৬ সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষ করে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে শিক্ষা প্রশাসনে উচ্চতর ডিগ্রি অর্জন করেন।

এছাড়া কর্মজীবনে তিনি খুলনা আযম খান কমার্স কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ, করোটিয়া সা’দত কলেজ, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ, এবং ঢাকা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান।তিনি নরসিংদীর হাজী সলিমুদ্দিন কলেজেরও প্রতিষ্ঠাতা অধ্যক্ষ।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, দুই কন্যা এবং অসংখ্য ছাত্র ও গুণগ্রাহী রেখে গেছেন। তার কনিষ্ঠ কন্যা অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *