ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণাকেন্দ্র আছে, নেই গবেষণা !

ঢাকা বিশ্ববিদ্যালয়ে গবেষণাকেন্দ্র আছে, নেই গবেষণা !

কামরুল হাসান মামুন


ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৪টি বিভাগ, ১১টি ইনস্টিটিউট, প্রায় ৬০টি গবেষণাকেন্দ্র। I repeat ৬০টি গবেষণা কেন্দ্র!! এই ৫৮টি গবেষণা কেন্দ্রের প্রতিটি যদি বছরে ৫টি আন্তর্জাতিক মানের আর্টিকেলও প্রকাশ করত আর প্রতিটি বিভাগও যদি বছরে ৫টি করে আন্তর্জাতিক মানের গবেষণা পত্র প্রকাশ করত তাহলে রেঙ্কিং-এ আমরা নিঃসন্দেহে অনেক ভালো করতাম।

আমাদের একটা সোলার সেন্টার আছে? গত ২০ বছরে কি করেছে? আমাদের একটা সমিকন্ডাক্টর সেন্টার আছে কি করেছে? এই রকম নামকাওয়াস্তে সেন্টারে সয়লাব।

আমরা আসলে সংখ্যা দিয়েই সব কিছু বিচার করতে চাই। পুরো দেশেও তাই। বিশ্ববিদ্যালয় দিয়ে সয়লাব করে ফেলেছি। গবেষণা ইনস্টিটিউটেরও অভাব নাই।

প্রাইমারী স্কুল, মাধ্যমিক স্কুল ও কলেজেরও অভাব নাই। ডিপ্লোমা ইনস্টিটিউটও বেশ আছে। কিন্তু সত্যিকারের মান সম্পন্ন প্রতিষ্ঠান গুনতে গেলে আমাদের কিছু নাই বললেই চলে। দেশের মানুষদের এইভাবে বোকা বানিয়ে আর কতদিন কান্ডারি?

লেখক
কামরুল হাসান মামুন
অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *