ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ঢাবি ছাত্রী সুমাইয়া হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

ঢাবি প্রতিনিধি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী সুমাইয়া হত্যার প্রধান আসামি স্বামী মোস্তাক হোসেন বগুড়া থেকে ও শ্বশুর জাকির হোসেন রাজশাহী থেকে বৃহস্পতিবার ভোরে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান সোমবার সুমাইয়ার মৃত্যুর পর তার মা মোস্তাক সহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

আটটি টিম গঠন করে অভিজান চালিয়ে পলাতক সুমাইয়ার স্বামী এবং শ্বশুরকে গ্রেফতার করা হয়েছে।

২০১৪ সালের ১৯ এপ্রিল প্রেম করে বিয়ে করেছিল স্বামী মোস্তাককে।মেয়ের মুখের দিকে তাকিয়ে বেকার ছেলের কাছে বিয়ে দিয়েছিল তার বাবা সিদ্দিকুর রহমান। সেই প্রেমই যেন সুমাইয়ার জীবনের কাল হয়ে দাঁড়িয়েছিল। বাবা সিদ্দিকুর রহমান অনেকদিন ধরে বেকার জামাইয়ের চাহিদা পূরন করে আসছিল।বকিন্তু সুমাইয়ার বাবার মৃত্যুর পর বাড়ি ভাড়ার টাকায় কোনোমত চলছিল তার মা।

সুমাইয়ার মা জামাইয়ের চাহিদা পূরন করতে না পারায় সুমাইয়া চাকরি করে সংসারের হাল ধরতে বিসিএসের প্রস্তুতি নিচ্ছিলেন।এতেই চটে গিয়ে বেদম প্রহার করে সুমাইয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেয় স্বামী মোস্তাক। এরপর হাসপাতালে নিয়ে আত্মহত্যা বলে ধামাচাপা দিতে চাইলেও ব্যর্থ হয়।

ঘটনাস্থলে নাটোর জেলা পুলিশ পরিদর্শন করে সন্দেহ হলে সুমাইয়ার শ্বাশুড়ি এবং ননদকে গ্রেফতার করে পুলিশ।

এদিকে সুমাইয়া হত্যার প্রতিবাদে ঢাবি শিক্ষার্থীরা আজ রাজু ভাস্কর্যের সামনে ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *