রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:০৩ অপরাহ্ন

তিন ভর্তিচ্ছু ছিনতাইয়ের শিকার, দুর্বৃত্তের পরনে রুয়েটের গেঞ্জি!

  • আপডেট টাইম বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯, ৩.২৭ পিএম
মুজিববর্ষে রাবির কৃতী শিক্ষার্থীরা পাবে 'বঙ্গবন্ধু স্বর্ণপদক'

রাবি টুডেঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তিচ্ছুরা ছিনতাইয়ের হাত থেকে রেহায় পাচ্ছেন না, ছিনতাইয়ের শিকার হচ্ছেন।

মঙ্গলবার (২২ অক্টোবর) রাত সাড়ে নয়টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার সামনেতিন ভর্তি পরীক্ষার্থীর কাছ থেকে টাকা ও দামি মোবাইল ফোন নিয়ে গেছে দুর্বৃত্তরা। ভুক্তভোগীরা হলেন- রিফাত, হেমন্ত এবং অন্যজনের নাম জানা যায় নি।



ভুক্তভোগীরা মতিহার থানায় সাধারণ ডায়েরি করেছেন।



ভুক্তভোগীদের মধ্যে ব্রাক্ষণবাড়িয়া থেকে আগত ভর্তিচ্ছু রিফাত হাসান বলেন, “আমরা তিনজন ক্যাফেটেরিয়ার সামনে বসেছিলাম। হঠাৎ করে পেছন থেকে চারজন দৌড়ে আসে। একজন আমাদের পেটে ছুড়ি ধরে টাকা ও ফোন বের করতে বলে। আমাদের তিনজনের কাছ থেকে তারা দুই হাজার টাকা ও তিনটি ফোন নিয়ে নেয়। এরপর তারা পালিয়ে যায়। তাদের মধ্যে একজন রুয়েটের লোগোযুক্ত গেঞ্জি পড়ে ছিল একজন। তার কাধে ব্যাগ ছিল। আমাদের ফোনে ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ছিল।”

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আবু সাঈদ মো.নাজমুল হায়দার বলেন, “ঘটনাটি শুনেছি। আসলে এটা অপ্রত্যাশিত ঘটনা। আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। খুব শীঘ্রই অপরাধীদের আইনের আওতায় আনা হবে।”

উল্লেখ্য, এর আগে গত ১৮ অক্টোবর রাতে ফিরোজ আনাম নামে এক শিক্ষার্থীকে ছিনতাইচেষ্টায় ব্যর্থ হয়ে মাথা ফাটিয়ে আহত করে দুর্বৃত্তরা।

দ্য ক্যাম্পাস টুডে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today