তৃষ্ণার্তা | কাজী জহিরুল ইসলাম

তৃষ্ণার্তা | কাজী জহিরুল ইসলাম

তৃষ্ণার্তা
কাজী জহিরুল ইসলাম


তৃষ্ণার্তা,
তুমি বলেছিলে আজ
তোমাকে নিয়ে একটা কবিতা লিখতে

যে কবিতার বরফ জমেছিলো
কয়েক সহস্রাব্ধ বছর পূর্বে
তখন তুমি কোথায় ছিলে?

তৃষ্ণার্তা
ভেবেছো কি কখনো?
আমার অনুরাগের ব্যথা
যখন হৃদয়ে ভাবাবেগের ঢেউ মেতেছিলো
উদ্বেলিত করেছিল সমগ্র অঙ্গ-পতঙ্গে
তখন তুমি কোথায় ছিলে?

ক্ষুদার রাজ্যে আমার মন যখন পদ্যময়
তখন যদি তুমি বলতে?
আমায় নিয়ে একটা কবিতা ল্যাখো
ঝর্ণার পানির মতো গড়িয়ে পড়তো
ছন্দের-অলঙ্করণে ঘেঁষা শতশত কবিতা।

প্রশান্তের ঢেউয়ের মতো থাকতো যার যৌবন
কুয়াশার মতো হতে পারতো কোমল
ভালোবাসায় রাঙ্গিয়ে দিতো সমগ্র বাঙ্গালির মন।

তৃষ্ণার্তা!
তখন তুমি কোথায় ছিলে?


শিক্ষার্থী, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *