‘তেজস্ক্রিয়’ বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার চূড়ান্ত অনুমোদন

‘তেজস্ক্রিয়’ বর্জ্য ব্যবস্থাপনা নীতিমালার চূড়ান্ত অনুমোদন

জাতীয় টুডেঃ “তেজস্ক্রিয় বর্জ্য ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা” জাতীয় নীতির খসড়া অনুমোদন চূড়ান্ত দিয়েছে মন্ত্রিপরিষদ। এ নীতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বাস্তবায়ন করবে।

আজ সোমবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

পারমাণবিক জ্বালানি যেসব দেশ থেকে সংগ্রহ করা হবে, সেসব দেশেই ব্যবহৃত পারমাণবিক জ্বালানি ফেরত পাঠানো হবে। রূপপুর পারমাণবিক প্রকল্পের বর্জ্য চুক্তি অনুযায়ী রাশিয়া এসব বর্জ্য নিয়ে যাবে এবং সেখানেই ধ্বংস করবে।

সরকার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সকল তেজস্ক্রিয় বর্জ্য ও ব্যবহৃত পারমাণবিক জ্বালানির স্বাস্থ্যকর ও নিরাপদ ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করেছে। খসড়া নীতিমালায় এ ব্যবস্থাপনায় একটি কোম্পানি গঠনের কথা বলা হয়েছে।

এ দিন ‘বাংলাদেশ প্রকৌশল গবেষণা কাউন্সিল আইন-২০১৯’
এবং ‘বাংলাদেশ বাতিঘর আইন-২০১৯’ এর খসড়ার চূড়ান্ত পেয়েছে।

দ্য ক্যাম্পাস টুডে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *