‘ত্রাণ নিয়ে অনিয়ম হলে আমি কাউকে ছাড়ব না’

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,

ক্যাম্পাস টুডে ডেস্ক


করোনার কারণে দেশে সৃষ্ট পরিস্থিতিতে অসহায় ও নিম্ন আয়ের মানুষদের কাছে সরকারের পক্ষ থেকে দেওয়া সাহায্য পৌঁছে দিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে তিনি এই কাজে কোন প্রকার অনিয়ম, দুর্নীতি হলে সেটা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) করোনা প্রতিরোধের লক্ষ্যে দেশের ৬৪ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে দিকনির্দেশনা দেওয়ার সম প্রধানমন্ত্রী এই সব কথা বলেন।

এ সময় শেখ হাসিনা বলেন, ‘একটি ক্রান্তিকালে এই ভিডিও কনফারেন্স। এরকম পরিস্থিতি বোধহয় আমরা জাতীয় জীবনে আর কখনও দেখিনি।’

প্রাণঘাতী করোনা মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) নির্দেশনা অনুযায়ী শুরু থেকেই পদক্ষেপ নেয়া হচ্ছে। প্রয়োজনীয় সব ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। বিভিন্ন মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে জানিয়ে তাতে কান না দেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী বলেন, ‘করোনার তাণ্ডবে ক্ষতিগ্রস্ত শিক্ষাব্যবস্থা পুষিয়ে নিতে শিক্ষার্থীদের টেলিভিশনের মাধ্যমে ক্লাস করানোর উদ্যোগ নেয়া হয়েছে। শিক্ষার্থীরা এগুলো দেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে।’

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet