থেমে নেই করোনা আতঙ্ক, বাড়ছে খাদ্যসংকট

| ক্যাম্পাস টুডে ডেস্ক | Avatar

ক্যাটাগরি : ,

গোটা বিশ্বে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দিনকে দিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা, সেই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। একই সঙ্গে মানুষের মাঝে ছড়িয়ে খাদ্যসংকটের আতঙ্ক।

এদিকে, বাংলাদেশের পিছু ছাড়েনি করোনা। দিনের পর দিন দেশে বেড়েই চলেছে করোনা রোগী। এই রোগে বাংলাদেশের একজন নাগরিকেরও মৃত্যু হয়েছে। তবে এতো আতঙ্ক, আক্রান্ত আর হতাশার মাঝেও আশার কথা হচ্ছে গেলো করোনা আক্রান্তদের ভেতর সুস্থ হয়ে ঘরে ফিরেছে ৩ জন।

দেশের গণমাধ্যম বেশ শক্তভাবে প্রচারণা চালাচ্ছে, যাতে করে মানুষ সর্তক আর সাবধান হয়। তবে ঢাকার বাইরে গ্রামের অবস্থা নাজুক। গ্রামের অধিকাংশ মানুষ জানেই না এই রোগের কি লক্ষণ, প্রতিকার। কোন কিছুই সরকারিভাবে নির্দেশ না দিলেও ফরিদপুর ও মাদারীপুরে লকডাউন করে দিতে বলেছে উপজেলা প্রসাশন।পাশাপাশি, ক্রমেই আতঙ্ক বাড়ছে দেশের বিভিন্ন জেলার ভেতর।

এছাড়া, মুদি দোকানগুলোতে খুচরা ও পাইকারী ব্যবসায়ীরা প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের পড়বে চরম দুর্ভোগে। দেশের অধিকাংশ মানুষ নিম্ন মধ্যবিত্ত। দিন আনে দিন খায়। এসব দিকেও দায়িত্ববানদের দৃষ্টি দিতে হবে।


সায়মা আক্তার, শিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds