রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০২:০২ অপরাহ্ন

দামে কম, মানে ভালো, কাকলি ফার্নিচার

  • আপডেট টাইম শনিবার, ২২ মে, ২০২১, ১.৪৯ পিএম

ক্যাম্পাস টুডে ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কাকলি ফার্নিচার! দামে কম, মানে ভালো, কাকলি ফার্নিচার। এমন শিরোনামে ইতোমধ্যে বাংলাদেশের গাজিপুরের এই ফার্নিচার সংস্থার একটি বিজ্ঞাপন ঘিরে আচমকাই নেটপাড়ায় শোরগোল।

বিজ্ঞাপনে দেখা যায়, ফুলশয্যার খাটটা অবশ্যই হতে হবে কাকলি ফার্নিচারের, না হলে বিয়েটাই বৃথা! দামে কম, মানে ভালো, কাকলি ফার্নিচার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল মিম আর কমেন্ট ছেয়ে গিয়েছে ফেসবুক। কেউ বলছেন বন্ধুর বিয়ের ফুলশয্যায় কাকলি ফার্নিচারের খাট উপহার দেওয়ার কথা।

তো কারও আবার পোস্ট, ‘দিদি বলেছেন মরার পর ২০০০ টাকা দেবেন, সেই টাকায় কাকলি ফার্নিচারেরখাট হবে তো!’

এছাড়াও এই প্রতিষ্ঠানের আরও কয়েকটি বিজ্ঞাপন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ছড়িয়ে পড়েছে।

The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today