দিনেদুপুরে অটোরিকশা থেকে নামিয়ে ২ বান্ধবীকে ‘গণধর্ষণ’

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি : ,
দিনেদুপুরে অটোরিকশা নামিয়ে ২ বান্ধবীকে 'গণধর্ষণ'

সারাদেশ ডেস্ক


মৌলভীবাজার জেলা স্টেডিয়াম এলাকায় মঙ্গলবার বিকেলে গণধর্ষণের শিকার হয়েছেন কলেজছাত্রী ও তার বান্ধবী। ওই দুই বান্ধবী মৌলভীবাজার জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ধর্ষণের শিকার কলেজছাত্রী বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। ধর্ষণের অভিযোগে ইতিমধ্যে পুলিশ ৩ জনকে আটক করেছে। আটককৃতরা হলো- সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের ওত্তর জগন্নাথপুর গ্রামের ইসলাম মিয়ার ছেলে মুন্না এবং আরও দু’জন। বাকি দু’জনের পরিচয় জানা যায়নি।

এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, ১৫ জানুয়ারি , মঙ্গলবার বিকেলে কলেজ থেকে বাড়ি ফিরতে প্রেসক্লাবের সামনে থেকে সিএনজিতে ওঠেন দুই বান্ধবী। পরে সিএনজিতে আরও চারজন ওঠে চালককে সিএনজি ঘুরিয়ে নিতে নির্দেশ দেয়। পরে চালক তাদের কথামতো চালাতে থাকে।

এক পর্যায়ে দুই বান্ধবীর হাত ও মুখ বেঁধে জেলা স্টেডিয়ামের পেছনে ঝোপে নিয়ে যায়। এরপর পালাক্রমে তাদের ধর্ষণ করে ফেলে যায়।পরবর্তীতে তারা সেখান থেকে বের হয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ তাদের উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেনব মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন ।

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds