মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ১১:৪১ পূর্বাহ্ন

দীপাবলির আলোয় আলোকিত বশেফমুবিপ্রবি

  • আপডেট টাইম সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯, ১.১৩ এএম

বশেফমুবিপ্রবি টুডেঃ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দীপাবলি অনুষ্ঠান উদযাপিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের শিক্ষার্থীরা অস্থায়ী ক্যাম্পাসে প্রদীপ জ্বেলে এবং আতশবাজি ও ফানুশ উড়িয়ে এ উৎসব পালন করেন।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. এ.এইচ.এম মাহবুবুর রহমান, সহকারী প্রক্টর ড. মাহমুদুল আলমসহ শিক্ষক-কর্মকর্তা এবং শিক্ষার্থীরা।

ড. মাহবুবুর রহমান বলেন, “বঙ্গবন্ধু যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তা অসাম্প্রদায়িক এবং ধর্মনিরপেক্ষ এক সুখী বাংলাদেশ। হিন্দুধর্মালম্বীদের অন্যতম বড় উৎসব দীপাবলি উৎসব। দীপাবলি আলোতে সবার লক্ষ্যও আলোকিত হবে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রতিটা শিক্ষার্থী দীপাবলির আলোর মতো ভবিষ্যৎ জ্বলে উঠে বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করবে।”

এছাড়া বিশ্ববিদ্যালয়ে আগামীতে দীপাবলি উৎসব বড় পরিসরে করা হবে বলে জানান তিনি।



সংবাদ প্রেরক দ্য ক্যাম্পাস টুডের বশেফমুবিপ্রবি প্রতিনিধি মোকাররম হোসাইন।


The Campus Today YouTube Channel

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazar_creativenews_II7
All rights reserved © 2019-20 The Campus Today