ধর্ম নিয়ে কটুক্তি করায় নোবিপ্রবির চার সংগঠন থেকে প্রতীক মজুমদারকে বহিষ্কার

ধর্ম নিয়ে কটুক্তি করায় নোবিপ্রবির চার সংগঠন থেকে প্রতীক মজুমদারকে বহিষ্কার

নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের( নোবিপ্রবি) বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী প্রতীক মজুমদার ইসলাম ধর্মকে নিয়ে কটূক্তি করায় বিশ্ববিদ্যালয়ের চারটি সংগঠন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।

আজ ২৭শে অক্টোবর (মঙ্গলবার) নোবিপ্রবি ক্যারিয়ার ক্লাব, শব্দ কুটির, নোবিপ্রবি থিয়েটার ও
নোবিপ্রবি সিঙ্গেল সোসাইটির থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য ও সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগে নোবিপ্রবি থিয়েটারের সাধারণ সম্পাদক, ক্যারিয়ার ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক , নোবিপ্রবি সিঙ্গেল সোসাইটির সভাপতি
এবং শব্দ কুটিরের কোষাধ্যক্ষ পদ থেকে প্রতীক মজুমদারকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, প্রতীক মজুমদার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, ইসলাম ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তিকর মন্তব্য ও সাম্প্রদায়িকতা ছড়ানোর মতো কর্মকাণ্ড পরিচালনা করে আসছে বলে দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অভিযোগ। এর প্রেক্ষিতে, আজ মঙ্গলবার প্রতীক মজুমদার ও দীপ্ত পালকে ( ফার্মেসী ডিপার্টমেন্ট, ২০১৭-১৮ শিক্ষাবর্ষ) বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবীতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *