ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন

ধর্ষণের প্রতিবাদে ছাত্রলীগের পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন

ঢাবি টুডে


নোয়াখালীতে নারী নিপীড়নের ঘটনাসহ সম্প্রতি দেশে ঘটে যাওয়া ধর্ষণ-নিপীড়নের ঘটনায় সম্পৃক্ত ও পৃষ্ঠপোষকদের গ্রেপ্তার ও বিচার এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবিতে পদযাত্রা ও আলোক প্রজ্জ্বলন করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (০৬ অক্টোবর) সন্ধ্যায় ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে এ কর্মসূচি পালিত হয়। এতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ সংগঠনটির কয়েকশ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসিস্থ রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে পদযাত্রাটি শুরু হয়। এসময় কর্মসূচিতে অংশ নেয়া প্রত্যেকের হাতে একটি করে মোমবাতি ছিল। পরে পদযাত্রাটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

এ সময় সাংবাদিকদের আল নাহিয়ান খান জয় বলেন, ধর্ষকের কোন দল-মত নেই। সে যেই হোক না কেন আমরা তার কঠোর শাস্তি চাই। আজকে আমরা আঁধারের বিরুদ্ধে আলোক মিছিল করে সেই বার্তাটি দিতে চাই।

সংবাদটি শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *