সারাদেশ টুডে- নওগাঁর আত্রাইয়ে ট্রাক্টর ও মোটরসাইকেলের সংঘর্ষে জালাল খন্দকার বাবু (৩৪) নামে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুরে নওগাঁ-আত্রাই সড়কের মিরাপুর এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত জালাল খন্দকার বাবু পার্শবর্তী রাণীনগর বাজার এলাকার আব্দুর রশিদ খন্দকারের ছেলে।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন মন্ডল বলেন,’জালাল খন্দকার বেলা সাড়ে ১২টার দিকে আত্রাই থেকে রাণীনগর যাচ্ছিলেন। পথে উপজেলার মিরাপুর নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী জালাল খন্দকারের মৃত্যু হয়।’
সংবাদটি শেয়ার করুন