নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

টুডে ডেস্ক Avatar

ক্যাটাগরি :

আল আমিন, জাককানইবি প্রতিনিধি


বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’সংক্রান্ত নীতিমালার আলোকে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।

এতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতী শিক্ষার্থী এ চূড়ান্ত তালিকায় স্থান পান।

প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৪ শিক্ষার্থী।

তারা হলেন- মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাজন সাহা (৩.৯১), লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তানজিল আহমেদ (৩.৮৯), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহনুমা রহমান রিন্তী (৩.৮১) এবং চারুকলা বিভাগের তাসনোভা শারমিন (৩.৯৪)

সংবাদটি শেয়ার করুন

নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

আমাদের আগের পেজটি হ্যাকড হয়েছে, নতুন পেজে যুক্ত হতে The Campus Today New Page ক্লিক করুন

This will close in 5 seconds