আল আমিন, জাককানইবি প্রতিনিধি
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৮’সংক্রান্ত নীতিমালার আলোকে প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই করে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে।
এতে দেশের পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ১ম স্থান অর্জনকারী ১৭২ জন কৃতী শিক্ষার্থী এ চূড়ান্ত তালিকায় স্থান পান।
প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) ৪ শিক্ষার্থী।
তারা হলেন- মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাজন সাহা (৩.৯১), লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তানজিল আহমেদ (৩.৮৯), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মাহনুমা রহমান রিন্তী (৩.৮১) এবং চারুকলা বিভাগের তাসনোভা শারমিন (৩.৯৪)
সংবাদটি শেয়ার করুন