নতুন বছরে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ

নতুন বছরে নোবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের বরণ

মাইনুদ্দিন পাঠান, নোবিপ্রবি

বর্ণিল আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বুধবার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ ইদ্রিস মিলনায়তনে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়। এসময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. দিদার-উল-আলম। এছাড়া বিভিন্ন অনুষদসমূহের ডীনবৃন্দ, ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ বিভাগের চেয়ারম্যানবৃন্দ, ও নবীন ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর মমিনুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর দিদার-উল-আলম নবীন শিক্ষার্থীদের প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলা ও পড়াশোনায় মনোযোগী হওয়ার নির্দেশ দেন।

এছাড়াও অনুষ্ঠানে কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. আবুল হোসেন, শিক্ষা অনুষদের ডীন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ বাহাদুর, প্রকৌশল অনুষদের ডীন প্রফেসর ইউসুফ মিয়া সহ অন্যান্য শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

পরবর্তীতে সকল বিভাগে আলাদাভাবে ওরিয়েন্টেশন প্রোগ্রাম করবে বিভাগীয় কতৃপক্ষ।

সংবাদটি শেয়ার করুন
fb-share-icon
Tweet

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *